শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
আগামীকাল ২১ মে বুধবার দিরাই স্ট্যাডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হবে। বিকেল ২টায় দিরাই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ডা. এনামুল হক চৌধুরী।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন টুর্নামেন্টের আয়োজক সুনামগঞ্জ ০২ দিরাই শাল্লা আসনে বিগত সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
মতবিনিময় সভায় তিনি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুধু দিরাইর মানুষকে বিনোদন দিতে এবং তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি ফিরিয়ে আনতে এ আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে তা দেশের মানুষ জানবে সে প্রত্যাশা করি।