শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ ঘটিকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলার ৬ টি ইউনিয়নের কমিটি গঠন ও কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুর রহমান। সাক্ষর ক্ষমতা সম্পন্ন যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার, এড. শাহিনুর রহমান, ফরিদ মিয়া তালুকদার, মো. নবী হোসেন, মোহাম্মদ আলী, জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, সাজিদ মাহমুদ তালুকদার, সামছুজ্জামান ধন মিয়া, নুরে আলম ফরায়েজি, গোলাম রব্বানী আফিন্দী, আলী আক্কাস মুরাদ, এমরান হোসেন রুবেল, ইকবাল হাসান তালুকদার। সভায় আগামী ২৯ মে বৃহস্পতিবার সাচনা বাজার ইউনিয়ন, ৩ জুন মঙ্গলবার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন, ১২ জুন বৃহস্পতিবার বেহেলী ইউনিয়ন, ১৪ জুন শনিবার ফেনারবাঁক ইউনিয়ন, ১৫ জুন রবিবার ভীমখালী ইউনিয়ন, ২১ জুন শনিবার জামালগঞ্জ সদর ইউনিয়নে কর্মী সমাবেশ করে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।