শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি::
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা রবিবার বিশ্বনাথ এভারগ্রীণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ওয়াই পিএজির সমন্বয়কারী আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে ও শাহ টিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ পিএফজি সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। ছাত্রদের কল্যাণে আগামীতে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে। আমরা বিশ্বনাথের সকল স্থরে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে চাই। আমাদের কাজে তা প্রমান করতে হবে। আশা করি বিশ্বনাথ উয়থ পিস এম্বাসেডর গ্রুপ বিশ্বনাথের মানুষের পাশে থাকবে সবসময়।
সভায় বক্তব্য রাখেন, শারমিন আক্তার, লায়েক হাসান, বাবলী বেগম, আজিজুর রহমান, ফয়সল আহমদ, হাজেরা বেগম, সুজিনা আক্তার, তানিয়া আক্তার, আব্দুল্লাহ প্রমূখ।