শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত বিনা ধান-২৮ এর সাথে ব্রি ধান-৮৯ ও ৯২ এর প্রয়োগিক পরীক্ষণ মূলায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বিশম্ভরপুরের সালামপুর গ্রামে বিনা উপকেন্দ্রের আয়োজনে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস হয়।
সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেফাউর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, যারা বিনা ধান চাষবাদ করেছেন তারা ফসল উৎপাদন বেশি হয়েছে।কৃষকদের জন্য বিনা প্রতিনিয়ত নতুন জাতের বীজ উদ্ভাবন করে যাচ্ছে। ধান থেকে শুরু করে সবজি ও অন্যান্য ফসলের নতুন জাতের উন্নত মানের বীজের নতুন জাত আবিষ্কারে কাজ করে যাচ্ছে বিনা। অন্যান্য বীজের তুলনায় বিনার নতুন জাতের বীজে ফসল ভালো হচ্ছে।বিনা জাতের ফসল স্বল্পমেয়াদী হওয়ায় একই জমিতে কৃষকরা কয়েকবার ফসল উৎপাদন করতে পারেন।
সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র এএসও মো. আমজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনার গবেষণা কার্যক্রমের শক্তিশালীকরণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক, বিশম্ভরপুর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।