শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

অবশেষে বিশ্বম্ভরপুরের ইউএনও মফিজুর রহমান বদলি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি::

অবশেষে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান রংপুরে বদলী করা হয়েছে। গত ২৪ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।গত ৪ মে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্হানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান দের যোগসাজশে সীমান্তের চোরাচালান সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে তিনি জড়িত অভিযোগ এনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করতে চাইলে ইউএনও’র পক্ষ হয়ে বিএনপি সমর্থকরা ছাত্র-জনতার উপর হামলা করে। ৮ মে বিশ্বম্ভরপুর ইএনওর বিচার এর দাবিতে লংমার্চ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়ছে বলে জানায় আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম দশ কার্যদিবসের মধ্যে ইউএনও’র বদলি ও এরআগে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনার বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মফিজুর রহমানকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। এছাড়াও তার নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর section- 144  এর ক্ষমতা অর্পণ করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.