শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে বিজিবির অভিযানে ১২ টি ভারতীয় গরু আটক করা হয়।
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সীমান্ত ও বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা থেকে ১০ টি এবং বাংলাবাহার ইউনিয়নের জুমগাঁও হতে দুটি গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্ত কঠোর রয়েছে। যেকোন ভাবে চোরাচালান প্রতিরোধ করা হবে। ঈদ কে সামনে রেখে অবৈধভাবে গরু আসার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।