শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :

সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ী আটক

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে শহরের ওয়েজখালী ব্রিজ এলাকায় একটি বিশেষ আভিযা পরিচালনা করে মালিকবিহীন ১ গাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ কোটি ১১লক্ষ ৬৪ হাজার টাকা।

বিজিবি জানায়, সোমবার বেলা ১ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকায় একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী আটক করে।

অভিযানে অংশ নেন, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) মো: রফিকুল ইসলাম। এ সময় নয় জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর রয়েছে। যে কোনোভাবে চোরাচালান প্রতিরোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.