শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জন গোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিত করন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিগ হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল এর সভাপতিত্বে ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কর্মসংস্থান ও বাজার সৃষ্টি, খুব জরুরী, এসব নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তশানে বাজারে শীতল পাটির ব্যাপক চাহিদা রয়েছে। এই শিল্প কে বাঁচিয়ে রাখার জন্য জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করবে। যেসব উপজেলার গ্রাম গুলোতে শীতল পাটির কাজ করা হয় সেসব জায়গাতে কাঁচামাল যোগান দিতে জেলা প্রশাসনের খাস জায়গায় মুর্তা চাষ করবে। এছাড়াও সকল ধরনের পৃষ্টপোষকতা করার ও আশ্বাস প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, শুধু শীতল পাটি নয় বাশঁ বেত শিল্প, মৃত শিল্প সহ অন্যান্য শিল্পের জন্য যা যা করা দরকার তা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ডাঃ শতাব্দী রায়, সহকারী কমিশনার নাসরিন আক্তার, দৈনিক সুনামগঞ্জের খবার পত্রিকার সম্পাদক পঙ্কজ দে, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী ও বিভিন্ন অংশীজন।