শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :

সুনামগঞ্জে “মানবিক করিডোর” পরিকল্পনার বিরুদ্ধে এসডিএফ এর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার::

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মার্কিন পরিকল্পনায় তথাকথিত “মানবিক করিডোর”-এর নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটি।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শ্রমিক-কৃষকসহ নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে একটি লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয় আলফাত উদ্দিন চত্বরে, যেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নংকুর দাস জহর। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এবং সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুর করিম।

বক্তারা বলেন, “মানবিক করিডোর” প্রকল্পের নামে বাংলাদেশের বন্দরসমূহ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা এই পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে আরও দাবি জানানো হয়, দেশের শ্রমিক ও কৃষকদের অধিকার নিশ্চিত করতে এবং বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে গণআন্দোলন জোরদার করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.