শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ১৬ জনকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেটের ৪৮ ব্যাটেলিয়নের বিজিবি’র অধিনায়ক।
বুধবার ভোর ৪টায় সিলেট ৪৮ বিজিবি’র এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে তাদের পুশইন করে। পরবর্তীতে এদের বিওপির টহল দল আটক করে।  
বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ীতে এদের আটক করা হয়। 
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৩০) ছেলে মোঃ হাসান আলী (১১)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছাঃ রোপা আক্তার (২৩)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী মোছাঃ হাসিনা খাতুন (৩৫), ছেলে মোঃ হাসানুর (২২), মোঃ মিজানুর (১৬) ও মকুল (০৮)।  কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মোঃ আতাউর (২৫), তার স্ত্রী মোছাঃ জান্নাতি (২২), ছেলে মোঃ জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মোঃ নবী উল্লা হকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাঃ নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২.৫)।

সিলেট ৪৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হক জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক পরিচয় সনাক্ত করা হয়েছে, তারা বাংলাদেশী নাগরিক নিশ্চিত হওয়ার জন্য সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের নিকট ১৬ জনকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ জানান, দুপুর সাড়ে ১২ টায় বিজিবির পক্ষ তাকে জানানো হয়েছে, বিএসএফ’ পুশইন করা ১৬ জনকে থানায় দেওয়া হবে।

একে কুদরত পাশা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.