শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :

ছাতকে সাংবাদিক সাকির আমিন এর উপর হামলা

ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিনের উপর সন্ত্রসী হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের  ট্রফিক পয়েন্টস্থ ছাতক কেন্দ্রীয় মসজিদের পাশে মাদকদ্রব্য বিক্রি না করতে বাধা নিষেধ দেন সাংবাদিক সাকির আমিন।

বাধা নিষেধ দেওয়ায় এবং শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি শালিস বৈঠক থেকে ডেকে নিয়ে মুঞ্জর আলী, বুরহান মিয়া ও বিল্লাল সংঘবদ্ধভাবে সাংবাদিক সাকির আমিনের উপর হামলা করে। লোহার পাইপ, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন সাকির আমিন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। এসময় ফেরাতে এসে আহত আব্দুল কাইয়ুম, কাওসার আহমেদ, আব্দুল কাদির শিশু, রাজু মিয়া ও রাগীব আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিষয়টি জেনেছি, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.