শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার::

উজান থেকে নেমে আসা পাহারি ঢলের পানে এবং টাকা বৃষ্টির ফলে বাড়ছে সুরমা, কুশিয়ারা, রক্তি, যাদুকাটা সগ সুনামগঞ্জের সকল নদীর পানি। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ে মানুষের মাছে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে আগামী তিন দিন সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৩১ মে) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে ৯০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬.৭৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার মাত্র ১.০২ মিটার নিচে রয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে। জেলার হাওরগুলোতে পর্যাপ্ত পানি ধারণ ক্ষমতা থাকায় আগামী ২-৩ দিন নদীর পানি বাড়লেও তা বিপৎসীমা অতিক্রম নাও করতে পারে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নদীর পানি বাড়তে থাকায় হাওরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে উদ্বেগ বেড়েছে। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.