শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

মাহবুবা বেগম,শান্তিগঞ্জ::

মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ” সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৩ ঘটিকায় সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা কমিটির সভাপতি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে, জেলা কমিটির সহ-সভাপতি কবি মোঃ সহিদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমরা যেন জাতিকে এগিয়ে নিতে পারি। অসহায় মানুষের পাশে ধারানোটাই আমাদের লক্ষ্য। তবে আপনারা যারা আমাদের সদস্য রয়েছেন প্রযোজনে আমাকে সরাসরি ফোন দিবেন, আমার সাধ্যমতো চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সুনামগঞ্জ পৌর কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট ছাইদুর রহমান তালুকদার, সুজন-সুশানরে জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ও কন্যাশিশু এডভোকেসি ফোরাম জেলা সভাপতি শাহিনা চৌধুরী রুবি, ইয়াকুব বখত বাহলুল, লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক, সহ সভাপতি ও সুজন-সশাসনের জন্এয নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেলেনা আক্তার, সহ সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মোঃ সাজাউর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, কবি ও লেখক একরামুল হক সেলিম ও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক আদিল আরমান।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আবু সঈদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছালিক সুমন, সাংগঠনিক সম্পাদক সুজন তালুকদার, অর্থ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন পল্লব, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল ইসলাম মিলন,মাহবুব হাছান ও কয়েশ,মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমুখ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.