শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি::-
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে মারা যাওয়া যুবক মো: সেলিম মিয়া (৩৫) উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে সকাল ছয়টায় বজ্রপাতের কবলে পড়েন ওই যুবক। সঙ্গে সঙ্গেই যুবকটি মারা যায় বলে জানান স্থানীয়রা।
বজ্রপাতে মৃত ব্যক্তির ভাই জমরুল ইসলাম জানান, মাছ ধরার সময় আমার ভাই সেলিম মিয়া বজ্রপাতে মারা যায়। আমি আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সিলেট থেকে বাড়িতে যাচ্ছি। বজ্রপাতের কবলে পরার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মরা গেছে বলে জানান তিনি।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সকাল দশটায় মেসেজ পেয়েছি। থানা পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্বতান্তর করা হবে।