শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :

সুনামগঞ্জে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে সীমান্ত থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। সদর উপজেলার সুরমা নদী থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে প্রায় ২ কোটি ৩ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মালিকবিহীন ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১ হাজার ৭শ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭ হাজার ২শ পিস ক্রিম এবং ১ শ ৮০ কেজি জিরা আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৩ লক্ষ ৬ হাজার টাকা।

অভিযানে সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।

 এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির  বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.