শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন… ডাঃ এ জেড এম জাহিদ

স্টাফ রিপোর্টার::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দিবেন তত দ্রুত সব সমস্যার সমাধান হবে। জনগণ আশ্বস্ত হবে। বসবাসের উপযোগী ও সুশাসনের বাংলাদেশ হবে। জনগণের অধিকার জনগণের কাছে ফেরত না দিলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

সোমবার (০২ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এ দেশের মানুষ বিএনপি ভালোবাসে। গত ১৭ বছর মানুষ ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপির সঙ্গে রাজপথে ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য মানুষের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ১০ মাস পরে হলেও ফ্যাসিবাদের বিচার শুরু করেছেন কিন্তু সাগর-রুনি হত্যা মামলা আগের মতোই চলছে কেন? ইলিয়াস আলী চৌধুরীর খোঁজ বের করা হচ্ছে না কেন?

এ সময় ডা. জাহিদ দ্রুততার সঙ্গে সংস্কার, বিচার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক (সদস্যসচিব) পদ মর্যাদার অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আলহাজ জিকে গউজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

সভায় ১৬টি ইউনিটের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা। সভায় ১৬টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.