শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় আলফাত স্কয়ারে সচেতন সুনামগঞ্জ বাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি সুখেন্দু সেন’র সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাউস’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গন অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য মসিউর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার রুশনা, উন্নয়নকর্মী ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন, বিশ্বজনের সদস্য আনহার সাকিব সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিক ভাবে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, অটোরিকশা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে। অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন যাত্রী ও চালকদের ঝগড়া হয় তর্কাতর্কি হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নেন নাই, সেকারণে যাত্রী-চালক ও অটোরিকশা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। যে ভাড়া নির্ধারণ করলে চালক ও যাত্রী দু’পক্ষই সহমত হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালক রা মানে না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
এসময় তারা দাবি করেন, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ার কে স্টেশন বানানো যাবে না।পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক, ও প্রশাসন সহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, অটোরিকশার ডান পাশ স্থায়ী ভাবে বন্ধ রাখা। যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেস বিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করা।
শেষে ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যাত্রীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।