শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
বাজেট প্রত্যাখ্যান করে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
মঙ্গলবার সন্ধ্যায় রায়পাড়ার অস্থায়ী কার্যালয়ে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে তারা বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট গণবিরোধী ও গতানুগতিক। এ বাজেট এনডিএফ প্রত্যাখ্যান করছে।
সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফ’র সভাপতি রত্নাঙ্কুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও এনডিএফ’র সাধারণ সম্পাদক ছাইফুল আলম সদরুল।