শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে সুনামগঞ্জে বেসরকারি উদ্যোগে পাখি ও বন্যপ্রাণীর একটি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৪ জুন) সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া গ্রামে ‘হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস)’ এবং ‘ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড)’ এই কর্মসূচির আয়োজন করে।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ তার নিজস্ব প্রায় এক একর পাহাড়ি জমিকে দীর্ঘদিন ধরে ঘন জঙ্গলে রূপান্তর করে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস গড়ে তোলেন। সেখানে এখন ২০-২২ প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি, গুইসাপ, সজারু, বনমোরগসহ নানা প্রাণীর বসবাস।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই জঙ্গলটিকে আনুষ্ঠানিকভাবে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কিশোর-তরুণদের পাখি ও বন্যপ্রাণী না ধরার শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান ফেড-এর সহসভাপতি মোদাচ্ছির আলম।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, ‘ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড)’ এর যুগ্ম সম্পাদক সাংবাদিক কর্ণ বাবু দাস, সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মঙ্গল মিয়া, কৃষক নেতা আব্দুল আলী, ‘পরিবেশ ও উন্নয়নে তারুণ্য’-এর সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ যুবজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ, দৈনিক জৈন্তা বার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী প্রমুখ।