শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

শাল্লায় আব্দুল্লাহ ফাউন্ডেশন এর ঈদ সামগ্রী বিতরণ

শাল্লা প্রতিনিধি::-
শাল্লায় কয়েকটি গ্রামে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে সামাজিক সংগঠন আব্দুল্লাহ ফাউন্ডেশন। ৫ মে উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর ও বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে পেয়াজ,আলু,ময়দা,চিনি ও বিভিন্ন ধরনের মশলা সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী।
আব্দুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়ার পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান নাঈম,মোঃ আব্বাস আলী, কাশিপুর জামে মসজিদের সভাপতি মো: নবাব মিয়া, সমাজকর্মী মো: সাইকুল ইসলাম,কাশীপুর মসজিদের ইমাম মুফতি: জাবেদ আহমেদ,যুব সংগঠক ও সমাজকর্মী মো: সুন্নাত আলী প্রমূখ।
আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন জানান, আমরা সাধ্যমত ঈদ উপহার প্রদান করেছি। গত ঈদেও আমরা বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এসব উপহার প্রদান করেছি। ভবিষ্যতেও শিক্ষা ও মানবতার সেবার কাজ করে যেতে চাই। এই কার্যক্রমের সাথে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.