শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

কুরবানির পশুর চামড়া পড়ে আছে ঘরের সামনে, বিপাকে স্থানীয়রা

আল-মারজান বিজয় পাশা::
কুরবানির পশুর চামড়া নিয়ে গত কয়েক বছর ধরে সৃষ্ট সংকট এবারও কাটেনি। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামে গিয়ে দেখা যায়, ঈদের দিন অনেক ঘরের সামনেই পড়ে আছে কুরবানির পশুর চামড়া। যথাসময়ে সংগ্রহ না হওয়ায় চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

গ্রামের বাসিন্দারা জানান, ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও কোনো চামড়া সংগ্রহকারী বা পাইকার আসেননি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর চামড়াগুলো নষ্ট হওয়ার আশঙ্কায় অনেকেই তা মাটি চাপা দিয়েছেন কিংবা হাওরে ফেলে দিয়েছেন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, “আগে আমরা চামড়া গ্রামের মাদ্রাসায় দান করতাম। কিন্তু গত দুই ঈদে হুজুররা যখন চামড়া নিয়ে সিলেটে বিক্রি করতে যান, তখন সেগুলো বিক্রি না হয়ে ফেরত আসে, এমনকি ট্রাক ভাড়াও উঠে আসেনি। তাই এবার মাদ্রাসার পক্ষ থেকেও কেউ চামড়া সংগ্রহ করতে আসেনি।”

স্থানীয়রা জানান, এ অবস্থার কারণে গ্রামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চামড়ার এমন বেহাল অবস্থার পেছনে প্রকৃত কারণ না জানলেও অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে ভাবতাম সরকারের বা ভারতের ষড়যন্ত্র, কিন্তু এখন তো বর্তমান সরকারের সময়েও একই অবস্থা দেখছি। আসল কারণ বুঝে উঠতে পারছি না।”

বিশেষজ্ঞরা মনে করছেন, চামড়া শিল্পে মধ্যস্বত্বভোগী ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সংরক্ষণ ও পরিবহনের অভাব এবং চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়াই এমন পরিস্থিতির পেছনে মূল কারণ।

এ বিষয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো সংস্থা এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.