শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়ার উদ্যােগে নারকিলা গ্রামে কুরবানী

যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়ার উদ্যােগে নারকিলা গ্রামে কুরবানী। 

শাল্লা প্রতিনিধি::

সুনামগঞ্জের শাল্লায় যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়ার উদ্যােগে নারকিলা গ্রামে সুবিধাবঞ্চিতদের মধ্যে একটি গরু কুরবানী দেওয়া হয়েছে। জানা যায় শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মুসলমান পাড়ায় প্রায় আশিটি পরিবারের বসবাস। কিন্তু অধিকাংশ পরিবারে আর্থিক অস্বচ্ছলতা থাকায় গ্রামটি সৃষ্টির ইতিহাসে এই গ্রামে কোনদিন ঈদে কুরবানি দেওয়া হয়নি। এসব বিষয় বিবেচনা করে সেখানকার স্থানীয় তরুন সাংবাদিক পাবেল আহমেদের মাধ্যমে গতকাল নারকিলা গ্রামে একটি বিশাল গরু পাঠিয়ে দেন তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে ব্যারিস্টার সুমনের উদ্যােগে সর্বপ্রথম এই গ্রামে একটি গরু কুরবানী দেওয়া হয়েছিল। এছাড়া কারো সামথ্য না থাকায় এই গ্রামটিতে আর কোনদিন কুরবানি দেওয়া হয়নি। এদিকে কুরবানির গোশত্ পেয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসী। আনহার মিয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামবাসী জানান,আমাদের জীবনে আজকের দিনটি অনেক স্বরণীয় হয়ে থাকবে। আনহার মিয়া আমাদের গ্রামে কুরবানী দেওয়ায় আমরা প্রত্যেকেই গোশত্ পেয়েছি। এই কুরবানী আমাদের ঈদ আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে বলে জানান গ্রামবাসী। 

গ্রামের বাসিন্দা ও নারকিলা জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ নুরুল আমিন বলেন,আনহার মিয়া আমাদের গ্রামে কুরবানী দিয়ে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। আমাদের মতো অবহেলিতদের ঈদ আনন্দ আরো বহুগুণে বাড়িয়ে দেওয়া দিয়েছেন তিনি। আনহার মিয়ার এই মহান উদ্যােগটিকে স্বাগত জানিয়ে একই গ্রামের যুবক আবিদুল মিয়া বলেন, আনহার মিয়ার মতো মানুষদের জন্মই হয়েছে হতদরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য। তার এই উদ্যােগের ফলে নারকিলা গ্রামের প্রত্যােকটি পরিবারে আনন্দের প্রদীপ জ্বলে উঠেছে। তিনি বলেন, গ্রামের মানুষেরা গরুর গোশত্ পেয়ে সবাই অত্যান্ত আনন্দিত ও খুশি বলে জানান তিনি। 

এবিষয়ে আনহার মিয়া বলেন, মনের ইচ্ছে ও ভালো-লাগা থেকে ছোট এই উদ্যােগটি নিয়েছি। তিনি বলেন আমাদের অনেকের সাধ্যতা থাকলেও মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা মনে করি না। তবে এটা মোটেও ঠিক নয়। আমরা প্রত্যেকেই সমাজে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করছি। মানুষ মানুষের জন্য, উল্লেখ করে তিনি বলেন, মানুষের আনন্দতেই আমার ভালো-লাগা। সমাজে যেখানেই যারা অবহেলিত বা দরিদ্র রয়েছে বিত্তশালী প্রত্যেক মানুষকেই সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

পরিশেষে সবার সুন্দর ও সুস্থ জীবন কামান করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.