শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :

শতবর্ষের ঐতিহ্যে সম্প্রীতির ঈদ, অনন্য দৃষ্টান্ত কাইমা গ্রামে

শতবর্ষের ঐতিহ্যে সম্প্রীতির ঈদ, অনন্য দৃষ্টান্ত কাইমা গ্রামে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামে ঈদের দিনে পালিত হয় এক ব্যতিক্রমধর্মী আয়োজন, যার নাম – সম্প্রীতির ঈদ। শত বছরের এই ঐতিহ্য এখনও ধরে রেখেছে গ্রামের মানুষের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সহমর্মিতার এক অনন্য নজির।

ঈদের দিন দুপুরে, গ্রামের যেসব পরিবার পশু কুরবানি দেন তারা রান্না করা ভাত ও তরকারি নিয়ে উপস্থিত হন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে শুধু কুরবানি প্রদানকারীরাই নন, অংশ নেন গ্রামে থাকা সকল শ্রেণির মানুষ – এমনকি যাঁরা কুরবানি দিতে পারেননি তাঁরাও। সবাই মিলে বসে খাওয়া হয় একসাথে, একই পংক্তিতে, কোন বিভেদ নেই, নেই কোন বৈষম্য।

এই আয়োজন সম্পর্কে গ্রামের একজন প্রবীণ বলেন, “আমাদের বাপ-দাদার সময় থেকেই এই প্রথা চলে আসছে। ঈদ শুধু আনন্দের নয়, এটি একে অন্যের পাশে থাকার সময় – আমরা সেটাই পালন করি।”

‘সম্প্রীতির ঈদ’ নামটি এখন কাইমা গ্রামের গর্ব। স্থানীয় ও বহিরাগত অনেকেই এই অনন্য সামাজিক সংস্কৃতির প্রশংসা করেন। বর্তমান সময়ে যেখানে অনেক জায়গায় সামাজিক বিভাজন লক্ষ করা যায়, সেখানে কাইমা গ্রামের এই ঐক্যবদ্ধতা এক অনুকরণীয় দৃষ্টান্ত।

সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্যের এমন চিত্র সত্যিই বাংলাদেশের গ্রামীণ সমাজের ভিত কতটা দৃঢ় হতে পারে – তার প্রমাণ রাখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.