বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশুর পরিচালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি রাজনৈতিক আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।