সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত জমিয়ত: দিরাইয়ে জনসভায় মাওলানা আব্দুর রব ইউসুফি

দিরাই প্রতিনিধি::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি।

রোববার (১৫ জুন) সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমিয়তের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। দেশের জনগণ ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, আর জমিয়ত সেই গণতান্ত্রিক অধিকারে দৃঢ়ভাবে আস্থাশীল।”

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে জমিয়তের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. মাওলানা শুয়াইব আহমদ। তাকে একজন ত্যাগী, জনসেবামুখী ও দিরাই-শাল্লাবাসীর আস্থাভাজন নেতা হিসেবে উল্লেখ করে ইউসুফি বলেন, “তিনি কখনও জনপ্রতিনিধি না হয়েও সর্বদা মানুষের পাশে ছিলেন। এমপি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

সভায় আরও বলা হয়, বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের ভোটাধিকার। এ অধিকারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা নির্বাচনের সময় নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মখতার হোসেন চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল বাছির ও যুগ্ম সম্পাদক ড. মাওলানা শুয়াইব আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন জমিয়ত এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.