সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার ধারণ বাজারে আয়োজিত এ সভায় দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
কর্মী সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মো. ফজলুল করিম বকুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহ্বায়ক মো. আবু হুরায়রা সুরত, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান, মতিউর রহমান ও ফয়জুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, দিদার আলম মেম্বার, অ্যাডভোকেট আব্দুল আহাদ প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মো. আবু নছর, মো. আব্দুল আলিম, জামাল উদ্দিন, নুরুল ইসলাম, আজিজুর রহমান, মোজাহিদুর রহমান হীরা, রফিক রহমান, মো. ফখর উদ্দিন এবং ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ সাদ।
সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, তেলাওয়াত করেন বিএনপি নেতা শামীম মিয়া।
কর্মী সভায় উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।