বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক রেজাউল করিম’র কাছে স্মারকলিপি প্রদান করেন সাধারন যাত্রী রা।

দাবিগুলো হচ্ছে, পৌর শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারকে অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে না। বিশেষ করে ট্রাফিক পয়েন্টে অটোরিকশা ও ইজিবাইক মুক্ত রাখতে হবে। কালিবাড়ী পয়েন্ট থেকে সদর থানা পর্যন্ত এ রাস্তা অটোরিকশা ও ইজিবাইক চলাচলা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
সুনামগঞ্জ পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেকহোল্ডার, চালক, মালিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা এবং পৌর প্রশাসনের প্যাডে ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে। ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে ডান পাশ (সামনের অতিরিক্ত বসার স্থান) স্থায়ীভাবে বন্ধ করা।
লাইসেন্সবিহীন চালকদের ইজিবাইক ও অটোরিক্সা, অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত ব্যক্তিদের চালানো বন্ধে মালিকদরে (ইজিবাইক ও অটোরিক্সা ) নির্দেশনা প্রদান সহ প্রয়োজনীয় প্রদেেক্ষেপ গ্রহণ করতে হবে। সকল ইজিবাইক ও অটোরিক্সা
চালকদের যথাযত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
শহরের আলফাত ভবনের সামনের খালি জায়গাটিকে একটি নিদির্ষ্ট ইজিবাইক স্ট্যান্ড হিসেবে ঘোষণা এবং এখান
থেকেই ভাড়া নির্ধারণের কার্যক্রম গ্রহণ। শহরের যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা এবং নির্ধারিত স্থান ছাড়া ইজিবাইক পার্কিং না করতে প্রচার ও প্রয়োগ নিশ্চিত করা। যাত্রী ও চালকদের সুবিধার্থে পৌর সদরের স্থানে স্থানে পর্যাপ্ত যাত্রী ছাউনীর ব্যাবস্থা করা।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারন সম্পাদক সহ অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সাংবাদিক ও সংগীত শিল্পী শাহাবুদ্দিন আহমদ, কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি কুদরত পাশা, প্রভাষক মাইনুদ্দিন, পিএফজি এম্বাসেডর
জিয়াউর রহমান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ গণঅধিকার পরিষদের সহ সভাপতি আব্দুল বারী, সুনামগঞ্জ খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ।
এসময় পৌর প্রশাসক রেজাউল করিম যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।