সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

অবৈধ বালু উত্তোলনের সময় মধ্যনগরে ১৬ জন আটক

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গুমাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে দুইটি বালুবাহী নৌকা ও ৩৭০ ঘনফুট বালু।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গুমাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর থানার পুলিশ সদস্যরা। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন: পিউরি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল বাতেন (৫০), মৃত সুলেমান মিয়ার ছেলে মো. রেজওয়ান (২৫) ও মো. সুজন মিয়া (৩২), মৃত জাহাঙ্গীরের ছেলে জয় মিয়া (২৩), রাজিবপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. আসলাম মিয়া (৩০), জনিতপুর গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. রানা মিয়া (২৫), কিশোরগঞ্জের পারাবাজিতপুর গ্রামের মো. মকছু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (২৯), নেত্রকোনার কলমাকান্দা থানার মো. আব্দুল লতিফ খাঁর ছেলে মো. সাগর মিয়া (২৪), মো. আলী নেওয়াজের ছেলে মো. হাবিবুর রহমান (৪০), মো. আব্দুল কাদিরের ছেলে মনির হাসান (২৭), মো. ফুল মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (২২), মো. আলী নেওয়াজের ছেলে মো. শফিকুল ইসলাম (২৭), মো. সাফি মিয়ার ছেলে মো. রাকিবুল হাসান (১৯), জয়নাল মিয়ার ছেলে মো. ওয়াসিম মিয়া (১৯), সিরাজ মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) এবং মজিবুর রহমানের ছেলে রুমন মিয়া (১৯)।

ওসি মনিবুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এসআই আলমগীর হোসেন বাদী হয়ে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫() ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন। অভিযানের সময় ব্যবহৃত নৌকা ও উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুমাই নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.