বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলার দিরাই, বিশ্ব্ম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, মধ্যনগর উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে দিরাই পৌরসভাস্থ থানা পয়েন্টে সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন বাস্তবায়ন কমিটি দিরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, জেলা তরুণ দলের আহবায়ক ফজলে রাব্বি আকাশ, রিপন চৌধুরী, গৌছ সর্দার, বাবুল হোসেন তালুকদার, তফুর আলম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
শনিবার বিকালে ৩টায় দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের সামনে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
উপস্থিত ছিলেন- দোয়ারাবাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা জামাত নেতা সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবদল আহবায়ক এরশাদুর রহমান এরশাদ, ইউপি সদস্য মনির উদ্দিন, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক তানবীর আহমদ, ইব্রাহিম আল মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জেলা সদরে সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে ছাতকে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার ছাতক উপজেলা, পৌর শহর, গোবিন্দগঞ্জ, ধারণ বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল আলিম, সাইফুল আলম মধু, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মাস্টার, কবিরুল ইসলাম, কবিরুল হাসান আগুর, আব্দুল হাই, নুরুল ইসলাম, জহির উদ্দিন, দিলোয়ার হোসেন, নুর মিয়া রাজু, আব্দুল মোনেম মামনুন, তোফায়েল খান বিপন, বিপ্লব পাল, শাহ সোনা আলী, লাভলু তালুকদার, মো. রুমান তালুকদার, মোহাম্মদ আলী, খালেদ আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, রুহান চৌধুরী, তুর্য রায়, রিপন আহমেদ, মাহদি আলম, রুহুল আমিন, মো. আল আমিন তাশরিফ, ইশতিয়াক আম্বিয়া রায়হান, নিলয় হাসান, নিজাম আহমদ, মারজান আহমেদ, মুহিবুর রহমান, আব্দুস সালাম, আজাদ মিয়া, জিল্লুল হক, নোবেল আহমেদ, মাহিম আহমেদ, তানভীর আহমদ, অলিদ আহমেদ প্রমুখ।
শনিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের বিপ্লবী চত্বরে ‘বৈষম ঘোছাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, স্বোচ্চার হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. রুহুল তুহিন, সুনামগঞ্জ জেলা সিপিপি সভাপতি অ্যাড. এনাম আহমেদ, পাগলা স্কুল এন্ড কলেজের অব. অধ্যক্ষ মো. রমিজ উদ্দিন, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ।
সভা সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের দাতা সদস্য দীলিপ কুমার বর্মন, উপজেলা বিএনপি প্রথম যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমান আশিক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়াতুল ইসলাম, দলিল লেখক সমিতির সদস্য নাদিরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সভার পর উপজেলা সদর, কারেন্টের বাজার, পলাশ বাজার সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।
জেলা সদরে সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে মধ্যনগরে মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।