বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীন রাজনীতিবিদ, সাবেক পিপি এডভোকেট মো: আব্দুল গফফারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন- বিজ্ঞ আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল গফফারের মৃত্যুতে সিলেট বিএনপি একজন প্রবীণ অভিভাবক হারালো। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমি ওনার মৃত্যুতে শোকাহত। দোয়া করি মহান আল্লাহ যেন উনার ভালো কাজগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি উনার রুহের মাগফেরাত কামনা করছি।