সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সীমান্ত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে জেলার সদর উপজেলার শাহপুর গ্রামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে হাসাউরা বিওপি।
হাসাউরা সীমান্তের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫১৬ পিস ভারতীয় শাড়ী আটক করা হয়। যার বাজার মূল্য আটান্ন লক্ষ বাইশ হাজার টাকা।
এদিকে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত থেকে ৮ টি ভারতীয় গরু আটক করা হয়। অবৈধ পথে আসা এসব গরু বোগলা থেকে আটক করে বিজিবি।
অবৈধ চোরাচালান প্রতিরোধে জেলার সকল সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। চোরাচালান কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোনো অবস্থাতেই মাদক সহ কোনো প্রকার অবৈধ মালামাল চোরাচালান হবে না। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।