বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলার ৬০ জন প্রশিক্ষণার্থী কোর্স শেষে সনদপত্র পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ব্র্যাক আঞ্চলিক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিজের পায়ে দাঁড়াতে আত্মবিশ্বাস ও পরিকল্পনা অপরিহার্য। বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করলে পিছিয়ে পড়ার সুযোগ নেই। ভবিষ্যতে তোমরাই হবে দেশ গড়ার কারিগর।”
ব্র্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. আসাদুজ্জামান, মানবসম্পদ কর্মকর্তা বায়েজীদ কবীর চৌধুরী, জেলা ব্যবস্থাপক (এসডিপি) পার্বতী রানী প্রমুখ।
উল্লেখ্য, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে ৬ মাসব্যাপী এই প্রশিক্ষণে বিষয়ভিত্তিক ক্লাসের পাশাপাশি দক্ষ কারিগরদের সরাসরি সহায়তায় হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।