সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্যদের নিয়ে দিন ব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালগঞ্জ সরকারী কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সিলেট অঝ্চলেল এরিয়া কো-অডিৃনেটর নাজমুল হুদা মিনা।

প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড জাতীয় পরিষদের সদস্য, জামালগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর নূরুল হক আফিন্দী। এ সময় তিনি বলেন, জামালগঞ্জে আমরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা কমিয়ে আনতে কাজ করছি। তাই আমাদের মধ্যে এমন মনোবৃত্তি সব সময় থাকা দরকার যে আমরা একজন মানুষ, মানুষ হিসেবে মানুষের সাথে সব সময় ভাল সম্পর্কে থাবকে সে যে ধর্মেরই হোক না কেন। আমরা সবসময় একটি সমঅবস্থানে বসবাস করে সামাজির সৌহার্দ বজায় রাখতে চাই। একে অন্যের সুথে-দুঃখে পাশে দাঁড়াতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন, প্রভাষক মুজিবুর রহমান, হাবিবুর রহমান, সবুজ তালুকদার প্রমূখ।

প্রশিক্ষণাতী হিসেবে উপস্থিত ছিলেন, শরিফ আহমদ, মারিয়া আক্তার, সাদিকুর রহমান স্বাধীন, আনোয়ার হোসেন ইয়াছিন, তামান্না আক্তার, ফারিহা ইসলাম, জাহাঙ্গীর আলম, আফরোজা আক্তার, সালমা খাতুন, মো. লিটন মিয়া, রুমেনা আক্তার, আনিছুল ইসলাম, ফজলে রাব্বি, আখি, সুমাইয়া সিদ্দিকা, নাফসি আক্তার প্রমূখ।