সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র্যালী ও আলোচনা সভায় অংশ নেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশ সচেতন নাগরিকরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি শাহ আবু নাসের এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখনই উদ্যোগ নিতে হবে।
আলোচনা শেষে পুরস্কার এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।