সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১৪ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা

দিরাই প্রতিনিধি::

 দিরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে এক আনুষ্ঠানিক বাজেট সভার মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক জানান, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি ও অন্যান্য উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৬৯৯ টাকা। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে, যার পরিমাণ ১০ কোটি ৫৭ লাখ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লাখ ৯০ টাকা।

বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শহরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ঘাটলা নির্মাণ এবং নলকূপ স্থাপন কর্মসূচিতে। পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর জানান, “পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণ ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।”

পৌর প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিফ ইশমাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান ও এসআই আব্দুল্লাহ।

সকল অংশীজনের মতামতের ভিত্তিতে প্রণীত এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দিরাই পৌরসভা একটি উন্নত, বাসযোগ্য ও আধুনিক শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর প্রশাসক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.