বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
জনগণের আশা-আকাঙ্ক্ষা” প্রতিফলিত হয়েছে ৩১ দফায়… এডভোকেট নুরুল ইসলাম নুরুল বাড়ীবাড়া দিতে দেড়ী হওয়ায় ভাড়াটিযাকে তালাবদ্ধ করে রাখলেন বাড়িওয়ালা একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশের শান্তি চায় না… পাবেল চৌধুরী দিরাইয়ে আবু সাঈদ হত্যাকাণ্ড: নিহতের পরিবারের পাশে অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জে ‘ভয়েস অব ক্লিন সোসাইটি’র আত্মপ্রকাশ সিলেট-সুনামগঞ্জ সড়কে মুখোমুখি বাস সংঘর্ষ মাসুম ট্রেডার্স ও আনোয়ার মিষ্টান্ন কে জরিমানা শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টাঙ্গুয়ার হাওরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দিরাইয়ে নিহত আবু সাঈদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে শিশির মনিরের আইনি নোটিশ

জামালগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়ক জামালগঞ্জ-রূপাবালী এবং জামালগঞ্জ-সেলিমগঞ্জ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় জামালগঞ্জ সিএনজি, ইজিবাইক ও মটর সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে জামালগঞ্জ ইজিবাইক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন ও ছাত্র প্রতিনিধি হাসান আল মাছুম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী নেতা রেজাউল করিম কাপ্তান, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমদ, মোটর বাইক সমিতির সভাপতি রিপন মিয়া, সিএনজি লেগুনা সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ২০২২ সালের আকস্মিক বন্যায় সড়ক দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঝে মধ্যে আংশিক মেরামত করা হলেও তা যান চলাচলের উপযোগী হয়নি। সড়কে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ইতোমধ্যে দুর্ঘটনায় যাত্রী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। গর্ভবতী মা ও মুমূর্ষু রোগীদের চলাচলেও মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কগুলোর বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়ে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, “আমি যোগদানের পর সড়কের কিছু অংশ মেরামত করেছি। চিফ ইঞ্জিনিয়ার স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি দ্রুত সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, “আপনাদের মতো আমরাও ভোগান্তিতে আছি। জেলা সদরের সঙ্গে বিকল্প পথে যাতায়াত করতে হয়। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে এবং কিছু সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সকলের সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান হবে।”

মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, বাজার কমিটি ও বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.