বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
“আমরা সবাই কোনো না কোনোভাবে কনজুমার। নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কে আরও শক্তিশালী করা জরুরি।” – এমন মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
সোমবার (৩০ জুন) বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেল একাডেমি (বিএফএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ক্যাবের সিলেট বিভাগীয় সম্মেলন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম।
ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি জামিল চৌধুরী সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে, বিভাগীয় কমিশনার বলেন, “সততা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আমাদের সততা ও নিষ্ঠার বিকল্প নেই। ক্যাবের নেতৃবৃন্দ যেন এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, সেটিই প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, ওসি আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা ক্যাব সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, হবিগঞ্জ জেলা ক্যাব সভাপতি দেওয়ান মিয়া, সুনামগঞ্জ জেলা ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।