বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, “নির্বাচন অত্যন্ত সন্নিকটে। তাই দলীয় ঐক্য আরও সুসংহত করতে হবে। সকল নেতাকর্মীকে একসাথে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
মঙ্গলবার (১ জুলাই) শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লক্ষের বেশি মামলা দিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে সেই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের এখন দরকার ঐক্য ও জনসম্পৃক্ততা। জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ জনগণই আমাদের শক্তি ও ক্ষমতার উৎস।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ছাত্রদল, কৃষক দল, তরুণ দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তাহির রায়হান চৌধুরী পাবেল প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণ করে বলেন, “তাদের ত্যাগ কখনো ভোলার নয়। আমরা তাদের পথ অনুসরণ করেই সামনে এগোবো।”