বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন ওিউপ-পরিচালক পরিবার পরিকল্পনার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি সুবোধ চন্দ্র ব্যানার্জি, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য রেজাউল করিম, হুমায়ুন ফারুক আলমগীর সহ আর অনেকে।
এসময় বক্তারা চার দফা দাবি বাস্তবায়নের বিষয়ে বলেন, গ্রাম এলাকায় আমরা কঠোর পরিশ্রম করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংস্কার কমিশন মেডিক্যাল ডিপ্লোমা ডিগ্রীধারীদের প্রতি চরম বৈষম্য করেছে অবমূল্যায়ন করেছে। আমরা অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গৃরেডে উন্নীত না করে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা, পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া, দীর্ঘ এক যুগ এর অধিক সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পরে নিয়োগ দিয়ে গ্রামীন স্বাস্থ্য সেবা উন্নত করা, আন্তর্জাতিক মানদন্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।
তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে গঠিত ‘স্বাস্থ্য সংস্কার কমিশন-২০২৫” কর্তৃক প্রস্তাবিত খসড়া সুপারিশমালা দেশের বৃহৎ সংখ্যক মেডিকেল ডিপ্লোমা ডিগ্রীধারীদের প্রতি চরম বৈষম্য, অবমূল্যায় ও উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তথ্য গোপনের সুস্পষ্ট প্রতিবেদন যার মাধ্যমে চরম পক্ষপাতদুষ্টের প্রমান মিলে। অনতি বিলম্বে স্বাস্থ্য সংস্কার কমিশনের পূনর্গঠন এবং খো৭ড়া কমিশন কর্তৃক বৈষম্য দূরীভূত করে প্রান্থিক জনগোষ্ঠীর প্রাভ্রমরা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তথা ডিপ্লোমা চিকিৎসকদের যাবতীয় অধিকার সংরক্ষণ করে যুগান্তকারী স্বাস্থ্য সংস্কার রিপোর্ট তৈরী করে জুলাই বিপ্লবের চেতনাকে ধারন করে বিপ্লবোত্তার বাংলাদেশর স্বাস্থ্য ব্যভস্থাকে ঢেলে সাজাতে তারা প্রধান উপদেষ্ঠার হস্তক্ষেপ চান।