সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
মাসুম ট্রেডার্স ও আনোয়ার মিষ্টান্ন কে জরিমানা
স্টাফ রিপোর্টার::
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), সিলেট এর যৌথ উদ্যোগে আজ শহরের বিভিন্ন খাদ্যপণ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মানদণ্ড লঙ্ঘনের দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাসুম ট্রেডার্স, ডিএস রোড, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র বাধ্যতামূলক সনদ (সিএম) গ্রহণ না করে ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বিপণন করায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, নিট ওজন ইত্যাদি তথ্য না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী আরও ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, আনোয়ার মিষ্টান্ন ভাণ্ডার, একই সড়কের অপর একটি প্রতিষ্ঠান, ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকার কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা গুণেছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয় ও নাসরিন আক্তার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সুনামগঞ্জ। অভিযানে বিএসটিআই, সিলেট-এর মো. আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. অমিত হাসান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।