বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং একই গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)। আকিব মিয়া মির্জাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল তার মামা লিল মিয়ার বাড়িতে। সেখানে মামাতো ভাই তানভীরের সঙ্গে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তারা।
স্থানীয়রা জানায়, খেলতে খেলতে হঠাৎ করেই পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশু তানভীরের বাবা কবির হোসেন বলেন, “খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে গিয়ে তারা মারা গেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার সন্তান ও ভাগিনার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস বলেন, “শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। এরপরও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।”
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
শোকাহত পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।