বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
জনগণের আশা-আকাঙ্ক্ষা” প্রতিফলিত হয়েছে ৩১ দফায়… এডভোকেট নুরুল ইসলাম নুরুল বাড়ীবাড়া দিতে দেড়ী হওয়ায় ভাড়াটিযাকে তালাবদ্ধ করে রাখলেন বাড়িওয়ালা একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশের শান্তি চায় না… পাবেল চৌধুরী দিরাইয়ে আবু সাঈদ হত্যাকাণ্ড: নিহতের পরিবারের পাশে অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জে ‘ভয়েস অব ক্লিন সোসাইটি’র আত্মপ্রকাশ সিলেট-সুনামগঞ্জ সড়কে মুখোমুখি বাস সংঘর্ষ মাসুম ট্রেডার্স ও আনোয়ার মিষ্টান্ন কে জরিমানা শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টাঙ্গুয়ার হাওরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দিরাইয়ে নিহত আবু সাঈদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে শিশির মনিরের আইনি নোটিশ

দিরাইয়ে আবু সাঈদ হত্যাকাণ্ড: নিহতের পরিবারের পাশে অ্যাডভোকেট শিশির মনির

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত ইলেকট্রিশিয়ান আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (৪ জুলাই) বিকেলে তিনি নিহতের গ্রামের বাড়ি কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিশির মনির বলেন, “এটি শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র সমাজের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। আইনবহির্ভূত হত্যাকাÐের বিরুদ্ধে আমরা নীরব থাকতে পারি না ন্যায়বিচার নিশ্চিত করতে সবধরনের আইনি সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,রাষ্ট্র যদি নিজ নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়।”
এ সময় নিহত আবু সাঈদের মা, স্ত্রী ও সন্তানরা কান্নায় ভেঙে পড়েন।শিশির মনির তাদের সান্ত¡না দেন এবং আশ্বাস দেন যে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়াা পর্যন্ত তিনি পরিবারের পাশে থাকবেন।
এর আগে, গত ২ জুলাই অ্যাডভোকেট শিশির মনির স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সেনাবাহিনীর প্রতিনিধি সহ সাতজনকে আইনি নোটিশ পাঠান। এতে তিনি আবু সাঈদের বিচারবহির্ভূত হত্যাকাÐর বিচার বিভাগীয় তদšন্ত এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ২২ জুন রাতে দিরাই উপজেলার তারাপাশা গ্রামে একটি বিশেষ অভিযানে যৌথবাহিনী অংশ নেয়। অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ (৩০), যিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি একজন নিরীহ ব্যক্তি ছিলেন এবং ঘটনাটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
দিরাইয়ে অ্যাডভোকেট শিশির মনিরের এ ধরনের উদ্যোগকে অনেকেই মানবাধিকার সচেতনতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.