বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-সুহেল (৩৮), আরিফ (২৫) ও তানজিম (২৭)। তারা সবাই ওই দুটি বাসের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে সিলেটগামী নিলাদ্রী বাসটি গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সুনামগঞ্জগামী আল-মোবারাকা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে ৩ জন গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।