সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

জনগণের আশা-আকাঙ্ক্ষা” প্রতিফলিত হয়েছে ৩১ দফায়… এডভোকেট নুরুল ইসলাম নুরুল

স্টাফ রিপোর্টার::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের রংগারচর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

মঙ্গলবার এক বিশাল মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে তিনি রংগারচর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরেন। পরে তিনি রংগারচর গ্রামের মাঠে আয়োজিত ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, আব্দুর রহিম, রকিবুল ইসলাম দিলু, নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।

এ সময় বক্তব্যে এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশের ভিত্তি রচিত হবে। এই কর্মসূচিতে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.