সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

বাড়ীবাড়া দিতে দেড়ী হওয়ায় ভাড়াটিযাকে তালাবদ্ধ করে রাখলেন বাড়িওয়ালা

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকায় এক মাসের ভাড়া তিন দিন পরিশোধে বিলম্ব হওয়ায় ভাড়াটিয়াদের ঘরের ভেতরে রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে দেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সর্বত্র নিন্দার ঝড় বয়ে যায়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই)। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভাড়াটিয়া ইমন বর্মন তাঁর অসুস্থ মা, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ বাড়ির মালিক বাসার প্রধান দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। ঘরে আটকে পড়ে পরিবারটি আতঙ্কে পড়ে যায়।

ভুক্তভোগী ইমন বর্মন জানান, “ভাড়া পরিশোধে মাত্র তিন দিন দেরি হওয়ায় এমন অমানবিক আচরণের শিকার হয়েছি আমরা। আমি জানালা দিয়ে চিৎকার করে আশপাশের মানুষদের ডাকি। পরে তারা এসে পুলিশে খবর দেয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, “ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসার মালিককে ডেকে তালা খুলে পরিবারটিকে উদ্ধার করি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, “এই ধরনের অমানবিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। সামান্য ভাড়ার জন্য মানুষকে এভাবে আটকে রাখা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।”

অন্য ভাড়াটিয়া স্বপন চন্দ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষের সমস্যা হতেই পারে। মাত্র তিন দিন সময় পেরিয়েছে, তাই বলে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

তবে অভিযুক্ত বাড়ির মালিক ইউসুফ চৌধুরী বলেন, “আমি এক বছর আগে তাদের নোটিশ দিয়েছি বাসা ছাড়ার জন্য। বারবার বলার পরেও বাসা ছাড়ছে না। সময়মতো বিদ্যুৎ ও গ্যাস বিল দিতে হয়, তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.