বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সিলেটে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও স্থানীয় জনতা।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার (৯ জুলাই) তাদের কাছে হস্তান্তর করা হবে।