সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি::
এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী ২৩ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করে প্রথম স্থানে রয়েছে তাড়ল উচ্চ বিদ্যালয় এবং ৪৭.৮২ শতাংশ ফলফল নিয়ে ২৩ নাম্বারে আছে মাতারগাঁও উচ্চ বিদ্যালয়। দিরাই উপজেলা সদরের দুটি উচ্চ বিদ্যালয় ভাল ফলাফল করেনি শতকরা পাসের হারে দিরাই সরকারী উচ্চ বালিকা বিদ্যালয ৪র্থ এবং দিরাই উচ্চ বিদ্যালয় রয়েছে ১৮ নাম্বারে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন তার মধ্যে ১৭৭৪ জন পাশ করেন। পাশের হার শতকনা ৭৩.৭৯ শতাংশ।
৯০ শতাংশ পাশ করে ২য় স্থানে রয়েছে সরমঙ্গল আলোর দিশারী উ্চ বিদ্যালয়, ৮৮ শতাংশ পাশ করে ৩য় স্থানে রয়েছে দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ৮৭.৪৩ শতাংশ পাশ করে ৪র্থ স্থানে রয়েছে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ৮৪.০৯ শতাংশ পাশ করে যৌথভাবে ৫ম স্থানে রয়েছে গচিয়া এসএস ও আলহাজ আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয, ৮৩.৩৩ শতাংশ পাশ করে ৬ষ্ট স্থানে রয়েছে বাংলাদেশ ফিমেল একাডেমি, ৮১.২৫ শতাংশ পাশ করে ৭ম স্থানে রয়েছে মাটিয়াপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, ৮০.৬২ শতাংশ পাশ করে ৮ম স্থানে রয়েছে রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয় ও হাতিয়া উচ্চ বিদ্যালয, ৮০.৪৮ শতাংশ পাশ করে ৯ম স্থানে রয়েছে জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়, ৭৮.৭৮ শতাংশ পাশ করে ১০ম স্থানে রয়েছে এইচএমপি উচ্চ বিদ্যালয়, ৭৬.৬২ শতাংশ পাশ করে ১১তম স্থানে রয়েছে রফিরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ৭২.৪৬ শতাংশ পাশ করে ১২ম স্থানে রয়েছে ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়, ৭১.৯৫ শতাংশ পাশ করে ১২ম স্থানে রয়েছে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়, ৭১.৬১ শতাংশ পাশ করে ১৩ম স্থানে রয়েছে ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ৬৬.৪১ শতাংশ পাশ করে ১৪ম স্থানে রয়েছে রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়, ৬৫.৩৬ শতাংশ পাশ করে ১৬ম স্থানে রয়েছে দিরাই উচ্চ বিদ্যালয়, ৬৫.১৫ শতাংশ পাশ করে ১৭ম স্থানে রয়েছে চরনারচর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, ৬৫ শতাংশ পাশ করে ১৮ম স্থানে রয়েছে আলহাজা আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়, ৪৮.৮২ শতাংশ পাশ করে ২০তম স্থানে রয়েছে আলহাজ আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়, ৪৭.৮২ শতাংশ পাশ করে সর্বশেষ স্থানে রয়েছে মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়।