বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
দিরাই স্টেডিয়ামেদিরাই-শাল্লার মানুষ বিএনপিকে কতটা ভালোবাসে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টুর্নামেন্টের সমাপনী দিনে মাঠজুড়ে উপচে পড়া মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “ফুটবল গ্রামবাংলার মানুষের অত্যন্ত প্রিয় খেলা। আজকের বিশাল জনসমাগম প্রমাণ করে দিরাই-শাল্লার মানুষ ফুটবলের মত বিএনপিকে ও ভালোবাসে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের কারণে আমরা সভা-সমাবেশ করতে পারিনি। আজ সারাদেশের মানুষ আবারো তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে।”
তিনি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে ধন্যবাদ জানান এবং বলেন, “এ আয়োজন সত্যিই যুগোপযোগী ও চমৎকার উদ্যোগ।”
প্রধান আলোচকের বক্তব্যে আয়োজক অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, “দীর্ঘ সতেরো বছর পর আমরা প্রকাশ্যে কোনো আয়োজন করতে পেরেছি। ফুটবল হাওরাঞ্চলের মানুষের হৃদয়ে, তাই দিরাই-শাল্লার মানুষের বিনোদনের জন্যই এ টুর্নামেন্টের আয়োজন।” তিনি বলেন, “জনস্রোত আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, আব্দুল লতিফ জেপি, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
খেলার ফাইনালে ভরার গাঁও প্রবাসী স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রাজাপুর আদর্শ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এবং আয়োজকের পিতা আব্দুস শহীদ চৌধুরীর রুহের মাগফেরাত কামন