সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি হিসেবে কাজ করে এবং এটি পশ্চাদপদ জনগোষ্ঠীর অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখে। প্রকৃত প্রাথমিক শিক্ষা ছাড়া সামগ্রিক বৈষম্য দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ রবিবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনব্যাপী আয়োজিত এ সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালক মো. নূরুল ইসলাম।
মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা ড. বিধান রঞ্জন বলেন, “প্রাথমিক শিক্ষার দুটি মৌলিক লক্ষ্য—শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় অংশগ্রহণ এবং মাতৃভাষায় পাঠ, অনুধাবন ও প্রকাশে সক্ষমতা অর্জন।” তিনি আরও বলেন, শিক্ষক, প্রধান শিক্ষক ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়গুলোর নিরাপত্তাহীনতা, হাওর অঞ্চলে যাতায়াত সমস্যা, শিক্ষক সংকটসহ বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে শিশুদের পাঠদান করেন।
সভা শেষে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার হবিগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সেখানকার শিক্ষা কার্যক্রম ও সার্বিক অবস্থা প্রত্যক্ষ করেন।