সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন। স্মরণসভাটি হয়ে উঠে প্রবীণ ও নবীন নেতাকর্মীদের মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাস্টার এবং সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক দিলবর।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা, সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক পার্টির সহ-সভাপতি আব্দুল আউয়াল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, অ্যাডভোকেট শাহ আলম তুলিফ, জামালগঞ্জ উপজেলা সভাপতি এইচ এম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি হারুণ মিয়া, দোয়ারাবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সমছু বলেন, “পল্লীবন্ধু এরশাদ বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের মাধ্যমে উপজেলা পরিষদ প্রবর্তন করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছিলেন। বর্তমান সরকার জাতীয় পার্টিকে কোন আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।”
অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেন, “জাতীয় পার্টিকে ষড়যন্ত্র করে দমন করা যাবে না। বরং প্রতিবার জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়। জাতীয় নেতা জিএম কাদেরের নেতৃত্বে দল আজ তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছে।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।